কুলাউড়ার পৃথিমপাশায় চমক দেখালেন নবাব আলী বাকর খান

May 11, 2016,

কুলাউড়া অফিস॥ সকল জল্পনা-কল্পনা, ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে চমক দেখালেন পৃথিমপাশা জমিদার বাড়ী কৃতিসন্তান ও মরহুম নবাব আলী সফদর খান (রাজা সাহেব) এর সুযোগ্য উত্তরসূরী নবাব আলী বাকর খান (হাসনাইন)। পৃথিমপাশার ভোটকে ঘিরে উপজেলা সহ বিভিন্ন এলাকার মানুষের দৃষ্টিছিল লক্ষণীয় কারণ এখানে চেয়ারম্যান পদে কুলাউড়া উপজেলার মধ্যে সর্বোচ্ছ প্রার্থী ও নবাব পরিবারের দুইজন উত্তরসূরী প্রার্থী হয়েছিলেন। এখানে চেয়ারম্যান পদে বিজয়ী নবাব আলী বাকর খানের বিপক্ষে সৎভাই আলী তাকী খানের পক্ষে ছিলেন সাবেক এমপি ও জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির নেতা নওয়াব আলী আব্বাছ খান, আরেক ভাই সাবেক চেয়ারম্যান নওয়াব আলী নকী খান। তবে বাকর খানের পক্ষে ছিলেন কুলাউড়ার সাবেক এমপি নবাব আলী ছারওয়ার খান (চুন্নু নওয়াব) এর পুত্র উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান (বাবু)। একই পরিবারে দুই প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনাও হয়েছে ভোটারদের মধ্যে। “দুই নবাবের লড়াই” এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। যা বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল উপজেলার বিভিন্ন এলাকায়। অবশেষে ৭মে নির্বাচনের দিন নিরব ভোট বিপ্লবের মাধ্যমে চশমা প্রতিকে (৪৭০১) ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হন নবাব আলী বাকর খান (হাসনাইন) তিনি, অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফের (আনারস প্রতিক) চেয়ে ৭৯২ ভোট বেশি পান। তাছাড়া আলী বাকরের সৎ ভাই নবাব আলী তাকী খান (ধান প্রতিক) (২১২৫) ভোট পেয়ে ৩য় হন। ৭মে রাতে নির্বাচন পরবর্তী এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত চেয়ারম্যান নবাব আলী বাকর খান বলেন, সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন জনগণ। এ জন্য আমি আজীবন কৃতজ্ঞ আমার প্রিয় ইউনিয়নবাসীর কাছে। এ জয় ইউনিয়নবাসীর হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com