কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকারীসহ গ্রেপ্তার ১৫

June 7, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনপ্রবেশকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

মঙ্গলবার ৬ জুন রাতে কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেকারীসহ ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম দায়রা ২১৯৮/২০১৬, সিআর ১০১২/২০১৪, সিআর ১৬৫৩/১৮ এর ৭ মাসের কারাদন্ড প্রাপ্ত এবং ৫ লাখ ৮৯ হাজার ৩৮৮ টাকা জরিমানা প্রাপ্ত আসামি সুমন আহমদকে গ্রেপ্তার করেন।

এএসআই মো: রায়হান কবির, এএসআই মো: আনোয়ার হোসেন ও এএসআই ফুলচান মিয়া অভিযান চালিয়ে জিআর ১৭৪/১৯(কুলাউলা) এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ কামরুল ইসলাম ও জিআর ০৫/২৩ (কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া, জিআর ২২৫/২১(কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত জেবুল মিয়া, মো: ময়নুল ইসলামকে গ্রেপ্তার করেন।

এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মামলা নং-০৯(০৬)২৩ এর পলাতক আসামি সুমন আহমদকে গ্রেপ্তার করেন।

এছাড়াও পুলিশ ও বিজিবির অভিযানে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের বাংলাদেশের অভ্যন্তরে ভারত সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অপরাধে মো: আনারুল, মো: আলম মন্ডল, মো: মামুন, মো: খোরশেদ, মো: জনি, মো: আমদাদ, মো: পালো মালিথাকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই কুষ্টিয়া জেলার দৌতপুর উপজেলার বাসিন্দা।

বাগেরহাটের রানদা উপজেলার বাসিন্দা মো: মনির মুন্সিকেও গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান,  গ্রেপ্তারকৃত ১৫ আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com