কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ মার্চ রোববার কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, কুলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, ইউআরসি ইন্সট্রাক্টার আফসানা আক্তার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, এসআই সাব্বির আহসান, মেম্বার সালিক আহমদ, সাংবাদিক আব্দুল করিম বাচ্চু প্রমুখ। মানববন্ধন পালন শেষে কুলাউড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি মহিলাদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ৮১ জন উপকারভোগীদের মধ্যে চাল বিতরন করা হয়।
মন্তব্য করুন