কুলাউড়ায় আশেকানে ফুলতলী (রহঃ) এর বিক্ষোভ মিছিল

November 26, 2016,

কুলাউড়া অফিস॥ মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে আশেকানে ফুলতলী (রহঃ) কুলাউড়া।
২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ আবুল মিয়ার নেতত্বে মিছিলটি কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে কুলাউড়ার পুরো শহর পদক্ষিণ শেষে এক পথসভার আয়োজন মিলিত হয়। পথসভায় আশেকানে ফুলতলী (রহঃ) কুলাউড়ার আহবায়ক ও পৌর আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইর সভাপতিত্বে ও উপজেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার সুপার মাও. মুফতি আহসান উদ্দিন,  উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম,

kulaura-misil-1 পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক শিপলু বখশ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন ও হাফিজ আব্দুস আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক জায়েদ বখশ টিপু, উপজেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মোসাদ্দিক আহমদ শহীদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি তানভীর আহমদ কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল, সাধারণ সম্পাদক এম আই মুর্শেদ, দক্ষিণবাজার জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা তালামীযের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা তফজ্জুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম সানজু, পৌর তালামীযের সভাপতি রাহাত বখশ, সহ-সভাপতি আব্দুল মুবিন, তালামীয নেতা সাব্বির আহমদ, মাশুদুর রহমান আফজল, মিফতা উদ্দিন নোমান, হাফিজ জুবেল আহমদ, নজরুল ইসলাম, পারভেজ সিদ্দিকী,আব্দুল¬াহ,রাজু, নজরুল ইসলাম দুলহাস, আব্দুল মজিদ রাশেদ, নজরুল ইসলাম, জুয়েল আহমদ, মিশকাত আহমদ, ব্যবসায়ী মখদ্দস আলী, গৌছ আলী, আছকর আলী, মানিক মিয়া শাহাজাহান, মদরিছ আলী, প্রবাসী আবুল হোসেন সুহেলসহ বিভিন্ন ইউনিয়নের আল ইসলাহ ও তালামীযের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা অবিলম্বে এ জঘন্য, নিশৃংস গণহত্যা বন্ধ করার ব্যাপারে জাতিসংঘের প্রতি জোরালো ভূমিকা রাখার আহবান জানান। এবং বাংলাদেশ সরকারসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com