কুলাউড়ায় করোনায় ১ জনের মৃত্যু

June 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া করোনায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলার মকবুল মিয়া (৭৫) নামে একজনের করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মকবুল মিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। বুধবার ৯ জুুন সকাল ১১ টায় মরহুমের নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, দক্ষিণ হিংগাজিয়া নিবাসী মকবুল মিয়া কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ৫ জুন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তির পর তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর তার স্বজনরা তাকে ৬ জুন সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ জুন) বিকেলে তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলায় সাম্প্রতিককালে করোনা পজিটিভ রিপোর্টের সংখ্যা প্রায় প্রতিদিন পাওয়া যাচ্ছে। এসব রোগীদের হাসপাতাল থেকে হোম আইসোলেশনে থাকার ও বেশী অসুস্থ রোগীদের সিলেট করোনা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। কুলাউড়ায় এ পর্যন্ত ২০ জন পজিটিভ রোগী হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com