কুলাউড়ায় গরুচোর আটক : গরু ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি জব্দ

November 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশ মোঃ ছয়ফুল ইসলাম(২৫) নামে এক গরু চোরকে গ্রেফতার করেছে। এসময় একটি লাল রঙের চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতার ছয়ফুল ইসলাম কুলাউড়া থানার লালপুর গ্রামের মৃত ছকরুন আলীর ছেলে।
রবিবার ২১ নভেম্বর কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি লাল রঙের ষাঁড় গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ গরুচোর মোঃ ছয়ফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায় জানান কুলাউড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এক গরুচোরকে চোরাই গরু ও সিএনজিসহ গ্রেফতার করেছে।
তিনি আরো জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com