কুলাউড়ায় গাঁজাসহ আটক ২

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ১৭ বিকেলে জুন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্তর্গত গ্রীনভিউ সিএনজি ফিলিং স্টেশন নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে শনিবার বিকালে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির উদ্দিন, সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় অফিসারসহ বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউপির অন্তর্গত ব্রাহ্মণবাজারস্থ গ্রীনভিউ সিএনজি ফিলিং স্টেশনের উত্তর পাশে আদনান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে একটি প্রাইভেটকারের ভেতর থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ দাসপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৩২), পন্ডিতনগর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে জামাল মিয়া (২৩)।
পুলিশ জানায়, আটককৃতদের দেখানো মতে প্রাইভেটকার গাড়ির পিছনের মালামাল রাখার ভ্যানের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যার মূল্য অনুমান ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন