কুলাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় গাঁজাসহ পরিমল বর্ধন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ৩ মে রাতে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের উত্তর কুলাউড়া কালিবাড়ী প্রাথমিক বিদ্যালয় নামক এলাকা তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার অফিসারসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের উত্তর কুলাউড়া কালিবাড়ী প্রাাথমিক বিদ্যালয় রোডের একটি ধানী জমির পাশ থেকে পরিমল বর্ধনকে আটক করেন।
আটককৃত পরিমল বর্ধন কুলাউড়া উপজেলার জয়চন্ডি গ্রামের উমেষ বধর্নের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মন্তব্য করুন