কুলাউড়ায় ছাত্রলীগের পদপদবি পেতে অর্ধশত ছাত্রনেতার দৌড়ঝাঁপ

July 2, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে শীঘ্রই। কমিটিতে সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশিদের বায়োডাটা আহ্বাবান করেছে জেলা কমিটি। এরপর থেকে সভাপতি-সম্পাদকের পদ পেতে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীরা ছুটছেন জেলার নেতাদের দ্বারে দ্বারে। বায়োডাটা জমা দেয়ার শেষ দিন ২৭ জুন সোমবারে সভাপতি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৪ জন তাদের বায়োডাটা জমা দিয়েছেন বলে জানা গেছে।
সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি, পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান জনি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মহি উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনুর জামান ইয়াকুব ও পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুল ইসলাম পংকি, উপজেলা ছাত্রলীগের সদস্য সিপন আহমদ, কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খায়রুল আলম মিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মতিউর রহমান জেবুলসহ ১৫ জন।
এদিকে সাধারণ সম্পাদকের পদ পেতে ৩৪জন তাদের বায়োডাটা জমা দিয়েছেন। এতে মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে আছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক তায়েফ মোহাম্মদ নিয়াজুল, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আশফাক তানভীর, কুলাউড়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, সুদীপ্ত চৌধুরী সত্যম, কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, রাউৎগাঁও ইউপি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোদাব্বির হোসেন ঝুমন, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এপি তালুকদার রনি।
উপজেলা আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ ও জেলা ছাত্রলীগ নেতাদের মন গলাতে ব্যস্থ সময় পার করছেন। জীবন বৃত্তান্ত জমা দেয়ার আগে এসব ছাত্রনেতারা কুলাউড়া ও মৌলভীবাজার শহরে পৃথক শো-ডাউন করেছেন। ঈদের পরপরই নতুন কমিটি ঘোষিত হবে বলে ছাত্রলীগের দায়িত্বশীল সুত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com