কুলাউড়ায় জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় মোবাইল কোর্ট করা হবে

February 6, 2017,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ৫ ফেব্রুয়ারী রোববার পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে সভায় দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহনকালে ভাষা দিবসে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করা না হলে পতাকার অবমাননা রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনার ও রাতে স্বাধীনতা সৌধে সুশৃংখলভাবে পুস্পার্ঘ অপর্নের কঠোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মেয়র শফি আলম ইউনুছ, ভাইস চেয়ারম্যার নেহার বেগম, ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক সিপার উদ্দিন আহমদ, উপজেলা জাপা যুগ্ম সম্পাদক মবশ্বির আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারঃ} মাসুদুর রহমান, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আব্দুছ ছালাম, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, হাবিবুর রহমান ছালাম, এম এ আতিক, সৈয়দ একেএম নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুলের শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃেন্দর উপস্থিতিতে দিবসের শুরুতে রাত ১২ টা ০১ মিনিটে শহরস্থ স্বাধীনতা সৌধে পুস্পার্ঘ অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৭টায় প্রভাতফেরী, সকাল ৯ টায় শিশু একাডেমী আয়োজিত শিশুদের মধ্যে প্রতিযোগিতা, বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্টানের কর্মসূচির নেয়া হয়। সভায় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এমপি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com