কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনে জরিমানা

April 21, 2016,

হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে সোমবার রাতে কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে রেল ভ্রমনের দায়ে ১২ জনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে একযাত্রীর কাছ থেকে অবৈধভাবে খাছায় করে বহন করা মনিয়া পাখী জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে বিনা টিকেটে রেল ভ্রমনের দায়ে ১২ যাত্রীকে আটক করে মোট ৪৮০০/-টাকা জরিমানা আদায় করা হয়। পরে আটককৃতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। আটককৃতদের মধ্যে মাদারীপুরের রাজৈর থানার তাতিগান্ধা নিবাসী হানিফ শেখের ছেলে ইসলামের কাছ থেকে ১০ জোড়া মনিয়া পাখী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পাখীগুলো রেল ষ্টেশনের প্ল¬াটফরমে খোলা আকাশে অবমুক্ত করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় কুলাউড়া জিআরপি থানার ওসি রবিউল আজম, বিজিবি আলীনগর ক্যাম্প কমান্ডার দাইমুল ইসলামসহ বিজিবি ফোর্স ও সংশ্লি¬ষ্টরা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com