কুলাউড়ায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত-২
June 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ইসমাইলপুর গ্রামে কথা-কাটাকাটির জের দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
শুক্রবার ১৮ জুন হাজীপুর ইউনিয়নের ইসমাইলপুর জামে মসজিদে জুমার নামাজ পড় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন সৌদ্দি প্রবাসি মোঃ ইদ্রিছ আলী (৪৮) মোঃ মাহমুদুল হাসান (৩৮) আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সৌদি প্রবাসী ইদ্রিস আলী জানান ২০১৩সালের এমপি বরাদ্দকৃত চাল এলাকার ঈদগা সংস্কারের জন্য দিয়েছিলেন সেই চালের হিসাব চাইলে মসজিদের মতোয়াল্লী আব্দুল ওয়াহিদ গংরা দেশীয় অস্ত্র দিয়ে আমাকেও আমার চাচাতো ভাইকে আহত করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন