কুলাউড়ায় নামাজ আদায়কে কেন্দ্র করে হামলায় আহত-৩

October 1, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া শহরের উত্তর কুলাউড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মাদ্রাসার প্রতিষ্টাতা পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মাদ্রাসার প্রতিষ্টা সদস্য বাদশা মিয়া (৬৫), আকদ্দছ আলী (৭৫) ও দেলোয়ার হোসেন (২২)। ঘটনাটি ঘটেছে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামের মনছোবিয়া এহসানিয়া হাফিজিয়া মাদ্রাসায়। জানা যায়. নির্ধারিত ইমাম না থাকায় বহিরাগত ইমাম দিয়ে মাগরিবের  নামাজ আদায়ের বিষয়ে আপত্তি জানান মুসল্লিরা। সে অনুযায়ী এতিম খানার ছাত্র দিয়ে নামাজ আদায় করা হয়।  নামাজ শেষে যাওয়ার পথে আপত্তিকারী মুসল্লিদের উপর হামলা করা হয়। এ ঘটনায় মুরব্বি বাদশা মিয়া (৬৫), আকদ্দছ আলী (৭৫) ও দেলোয়ার হোসেন (২২) গুরুতর আহত হলে তাদেরকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।  মাদ্রাসা ছাত্র কর্তৃক মুসল্লিদের উপর হামলার ঘটনায় এদের জঙ্গি সংশ্লিষ্টা রয়েছে কিনা তা নিয়ে আতংকে রয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com