কুলাউড়ায় পাওয়ার অব নেচারের আত্মপ্রকাশ
May 11, 2017,
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ‘পাওয়ার অব নেচার’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় মুহিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে আনুুষ্ঠানিক ভাবে এই সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বায়তুল আমান মসজিদের খতিব আব্দুল কালামের সভাপতিত্বে ও কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সায়েমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ জীবন রহমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি। আলোচনা সভা শেষে ‘পাওয়ার অব নেচার’ এর নতুন কমিটি গঠন করা হয়। মোঃ ফয়জুর রহমান রাব্বিকে সভাপতি, মোঃ খয়রুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলাম সায়েমকে সাংগঠনিক সম্পদক করে ৮১ সদস্য বিশিষ্টি করে এই কমিটি গঠিত হয়।
মন্তব্য করুন