কুলাউড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

May 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি আভিযানিক দল ৩১০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার ১৭ মে কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার পরীনগর গ্রাম থেকে দেলোয়ার হেসেন বাবলু (৩৮) কে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আরেকটি অভিযানে এসআই মোঃ শাহআলম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১১ নং শরীফপুর ইউনিয়নের ইটারঘাটগামী বেড়িবাঁধ থেকে মোঃ আলাউদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

মাদক কারবারি দেলোয়ার হেসেন বাবলু কুলাউড়া থানার পরীনগর গ্রামের সামছুল হকের ছেলে এবং মোঃ আলাউদ্দিন কুলাউড়া থানার কালারায়েরচর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন রেঞ্জ ডিআইজি সিলেট ঘোষিত বিশেষ অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে সর্বমোট ৩১০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com