কুলাউড়ায় ফেনসিডিলসহ আটক ১
January 7, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ফেনসিডিলসহ খায়রুল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ৬ জানুয়ারি তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত খায়রুল মিয়া মানগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দিন ও পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রোমান মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের পাইকপাড়া থেকে নছিরগঞ্জ সড়কের সফরু লন্ডনীর বাড়ির সামনে থেকে খায়রুলকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন