কুলাউড়ায় বাল্য বিয়ে করায় বরের কারাদন্ড

June 25, 2016,

এইচ ডি রুবেল : কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বাল্য বিয়ে করার অপরাধে আবুল কালাম নামে এক প্রবাসী বরকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায় হাজীপুর ইউনিয়নের দক্ষিনপাবই নিবাসী আব্দুস শহিদের পুত্র প্রবাসী আবুল কালাম (৩২) গত ১৬ জুন গোপনে একই ইউনিয়নের রনচাপ নিবাসী প্রবাসী ময়ুর মিয়ার অপ্রাপ্ত বয়স্কা মেয়ে রাহেলা বেগম (১৪) কে বাল্য বিয়ে করার খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন উভয় পক্ষকে নোটিশ প্রদান করলে ২৩ জুন বৃহস্পতিবার বর-কনেসহ উভয় পক্ষ ইউএনও অফিসে হাজির হয়। পরে সাক্ষ্য প্রমানে বাল্য বিয়ে প্রমানিত হওয়ায় কুলাউড়া ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইনে বর আবুল কালামকে ৭ দিনের বিণাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্ত বরকে কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, এসআই কানাইসহ পুলিশ অংশ নেন। উল্লেখ্য, ৬ জুন কুলাউড়া এনসি স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জনসমাবেশ ও শপথ গ্রহন অনুষ্টানে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান কুলাউড়া উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com