কুলাউড়ায় বাল্য বিয়ে রোধকরনে সচেতনতামূলক সভা

May 11, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্দোগে বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষনার লক্ষে সোমবার উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সভা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাল্য বিবাহের কুফল, শাস্তি ও করনীয় বিষয়ে বিভিন্ন ইউনিয়নে তৃনমুল পর্যায়ে সচেতনতামুলক সমাবেশ, মাইকিং ও পোষ্টারিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় ১১মে ভাটেরা স্কুল এন্ড কলেজে সকাল ১০টায় ও বরমচাল স্কুল এন্ড কলেজে দুপুর ১২টায়, ১৪মে পৃথিমপাশা আলী আমজদ স্কুল এন্ড কলেজে সকাল ১০টায় ও রাউৎগাও স্কুল এন্ড কলেজে দুপুর ১২টায়, ১৫মে জয়চন্ডী মাহতাব-ছায়েরা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায়, কুলাউড়া সদরের শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় ও ব্রাহ্মনবাজার হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২টায়, ১৭মে কাদিপুর মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ও ভুকশিমইল স্কুল এন্ড কলেজে দুপুর ১২টায়, ১৮মে কর্মধা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ও টিলাগাও এএন উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২টায়, ১৯মে শরীফপুর তেলিবিল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ও হাজিপুর কানিহাটি উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২টায় এবং ৮জুন পৌরসভার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় সর্বস্তরের মানুষের মধ্যে গনসচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com