কুলাউড়ায় বাড়ছে করোনা, নতুন আক্রান্ত আরও ৬ জন

April 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় নতুন করে ১ মহিলাসহ আরও ৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
৭ এপ্রিল বুধবার রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। করোনাক্রান্ত ৬ জনের মধ্যে কুলাউড়া পৌর এলাকার উত্তর কুলাউড়ার ১ জন, মাগুরা এলাকার ১ জন এবং উছলাপাড়া এলাকার ১ জন, টিলাগাঁও ইউনিয়নের নৈইমপুর এলাকার ১ জন, পৃথিমপাশার ১ জন ও জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার ১ জনসহ মোট ৬ জন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্তদের মধ্যে ৩ জন গত ৩ এপ্রিল ও অপর ৩ জন গত ৫ এপ্রিল কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার পর বুধবার রাতে ৬ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com