কুলাউড়ায় বিজয় দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

November 26, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন, মেয়র সফি আলম ইউনুছ, ওসি মোহাম্মদ শামসু দোহা পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি  খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক প্রধান শিক্ষক  ফয়জুর রহমান ছুরুক, প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যাংক ম্যানেজার, স্কুল-কলেজ মাদ্রাসা প্রধান, চা-বাগান ম্যানেজার, বিভিন্ন পেশাজীবি ও ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিজয় দিবসের পুর্বদিনের সন্ধার পর স্বাধীনতা সৌধ চত্তরে গণসঙ্গীতের আসর, প্রথম প্রহরে সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, স্বাধীনতা সৌধ’এ পুষ্পস্তবক অর্পণ,সকাল সাড়ে ৮টায় এনসি স্কুল মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধূলা, পুরস্কার বিতরন, সকাল সাড়ে ১০টায় বিজয় শোভাযাত্রা, বেলা ১১ টায় স্বাধীনতা সৌধ চত্তরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিকেল সাড়ে ৩টায় ফুটবল খেলা, সন্ধ্যা ৬টায় স্বাধীনতা সৌধ চত্তরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এছাড়া সভায় জাতীয় পতাকার অবমুল্যায়ন না করে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাক-জমকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবস উদযাপনে সবাইকে আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com