কুলাউড়ায় পৃথকস্থানে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পৃথকস্থানে দুই যুবকের মৃত্যু হয়েছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও রাউৎগাঁও ইউনিয়নে ঘটনা দু’টি ঘটে। পৃথিমপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মাসুদরানা আব্বাছ জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে একই গ্রামের এনায়েত উল্লাহ্র পুত্র রুহেল আহমেদ (১৭) পল্লী বিদ্যুতের ৩৩ কেভিএ স্টেশনের কাছে একটি খুঁটি থেকে পাখির ছানা খুলতে গেলে বিদ্যুতাড়িত হয়ে নীচে পড়ে গিয়ে মাথা ফেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
এদিকে রাউৎগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনরাজ গ্রামের আবুলের ছেলে জুনেদ মিয়া(১৫) পাশের বাড়ির আব্দুন নুর এর সাথে হাসিপুর গ্রামের মাফিক মিয়ার বাড়িতে ডিপটিউবওয়েলের কাজে গেলে মোটরের বিদ্যুতের সাথে বিদ্যুতাড়িত হয়ে মারা যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভূষন রায় জানান, মনরাজের জুনেদের বিষয়ে তার পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রুহেল আহমদের বিষয়টি তাঁর জানা নেই বলে জানান।
মন্তব্য করুন