কুলাউড়ায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৬ লাখ টাকার অনুদান বিতরণ
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা পরিষদের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থান,ঈদগাহ ও শশ্মান ঘাটের জন্য বরাদ্ধকৃত অনুদানের প্রায় ৬ লাখ টাকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ১৭ মে বুধবার ১৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতিদের মধ্যে ৫ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
অনুদানপ্রাপ্ত ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভাটেরা ইউনিয়নের পশ্চিম ইসলামনগর জামে মসজিদ ৩০ হাজার, হোসেনপুর জামে মসজিদ ৩০ হাজার, খারপাড়া শাহী ঈদগাহ ২৫ হাজার, ভাটেরা মোহাম্মদী কবরস্থান ২৫ হাজার, রক্ষাটেকা শশ্মানঘাট ২৫ হাজার, বাসুদেব বিগ্রহ মন্দির ৩০ হাজার, বড়গাও রক্ষাটেকা দেবস্থলী ২৫ হাজার, বরমচাল ইউনিয়নের কালিবাড়ী মন্দির ৩০ হাজার, টিলাগাও ইউনিয়নের ইছবপুর জামে মসজিদ ৩০ হাজার, আশ্রয়গ্রাম ও লালভাগ গনকবরস্থান ২৫ হাজার, তারাপাশা চা-বাগানের কালিমন্দির ২০ হাজার, ভুকশিমইল শাহী ঈদগাহ ২৫ হাজার, হাজীপুর ইউনিয়নের কাউকাপন জামে মসজিদ ৫০ হাজার, মনু মহাপ্রভু মন্দির ২০ হাজার, রাউৎগাও ইউনিয়নের পুরসাই জামে মসজিদ ৫০ হাজার, নর্তন উত্তর পালগ্রাম জামে মসজিদ ৫০ হাজার, লালপুর জামে মসজিদ ৫০ হাজার ও ব্রাহ্মনবাজার ইউনিয়নের দক্ষিন হিঙ্গাজিয়া ভৈরব মন্দির ৫০ হাজার টাকা।
মন্তব্য করুন