কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

June 22, 2016,

এইচ ডি রুবেল॥ অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য খাবার পরিবেশনের অপরাধে কুলাউড়া পৌর শহরে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এই আদালত পরিচালনা করেন। ২১ জুন মঙ্গলবার বিকেলে পৌর এলাকার তিনটি খাবার রেস্টুরেন্টে সর্বমোট ১৫হ াজার টাকা জরিমানা করা হয়। সরেজমিনে দেখা যায়, কুলাউড়ার স্টেশন রোডের পলাশ হোটেলে ৩ হাজার টাকা, ইস্টার্ণ হোটেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দক্ষিণবাজারস্থ নাজমা হোটেলের অন্ধকার রুমে নোংরা পরিবেশে ভোজ্য খাবার রাখা এবং হোটেলে তৈরী মিষ্টির মান ভালো না থাকায় ২০০৯ এর ৫২ ধারায় ভোক্তা আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের সাথে অংশ নেন কুলাউড়া থানার এসআই সাব্বির আহসান, বর্ডার গার্ড সুবেদার আব্দুল গনি, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নাজির, অফিস সহকারী সাহেদুজ্জামান রনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com