কুলাউড়ায় মহিলা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

July 29, 2016,

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “সন্ত্রাস ও জঙ্গিবাদের” বিরুদ্ধে ছাত্রী শিক্ষকদের সমন্বয়ে ২৮ জুলাই বৃহস্পতিবার এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি এমপি ও কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন এবং তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে আগামী ২০৪১এর  মধ্যে বিশ্বের একটি ধনী রাষ্ট্রে পরিণত করবেন। বিশেষ অতিথি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা (পিপিএম) বলেন মেয়েরা একটি গোছানো সংসার সৃষ্টি করতে পারে। তারা যেন তাদের বাড়ীতে গিয়ে তাদের মা, বাবা, ও ভাই বোনদের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাজ গঠনে প্রস্তাব রাখে। সকল পেশার মানুষ ও ভাড়াটিয়াদেরকে তাদের পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেয়ার জন্য মেয়েদের সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি তাঁর মোবাইল নাম্বার দিয়ে যে কোন বিপদে তাকে অবহিত করলে তিনি সাড়া দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ কলেজের সকল ছাত্রীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান ও ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com