কুলাউড়ায় মাদকসহ ব্যবসায়ী আটক

December 28, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে বাবলু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৬ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে পৌরসভার পরীনগর থেকে তাকে আটক করে পুলিশ। বাবলু পরীনগরের মৃত এম সামসুল হকের ছেলে।
থানাসূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর এর সার্বিক দিকনির্দেশনায় ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরীনগর এলাকায় এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবলুকে তার বসত ঘর থেকে আটক করা হয়।
পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ১২ হাজার ৯ শত টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন এসআই অপু কুমার দাশ গুপ্ত ও এএসআই জয়নুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
ওসি বিনয় ভূষণ রায় জানান, আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে জেলা পুলিশ সুপার এর নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com