কুলাউড়ায় যুব উন্নয়নের প্রশিক্ষনের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন হয়েছে কুলাউড়া পৌর শহরের লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্কুলে অনুষ্টিত সভায় সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফজরুল ইসলাম। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহাতারা বেগম, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, যুব উন্নয়নের প্রশিক্ষকিত যুব নজরুল ইসলাম। শনিবার বিকেল তিনটা থেকে এই স্থানে ৩০ জন যুব মহিলা-যুব পুরুষ ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করবেন।
মন্তব্য করুন