কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় অর্থ প্রদান

March 14, 2017,

কুলাউড়া অফিস॥ “সুশিক্ষা, দারিদ্রতা দুরিকরণ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা” এই স্লোগানকে সামনে রেখে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন তৃণমূল মানুষের কল্যানে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের উপদেষ্টা আলহ্াজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর পক্ষ থেকে কুলাউড়া জালালিয়া মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়।

১২ মার্চ রোববার দুপুরে সাপ্তাহিক সীমান্তের ডাক কার্যালয়ে মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও রাশিদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মোঃ মুজিবুর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, সাপ্তাহিক অর্থকালের সহ-সম্পাদক এম আতিকুর রহমান আখই, শিক্ষানুরাগী মনির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ সামছুল ইসলাম, মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ এবাদুর রহমান, শিক্ষানুরাগী স্বাধন দত্ত, হাজী কুটি মিয়া, নারী কর্মী মমতাজ হাসান ও সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com