কুলাউড়ায় শিশুদের যক্ষ্মারোগ বিষয়ে সিএইচসিপিদের প্রশিক্ষন

June 22, 2016,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বিপিএ টিবি প্রজেক্ট এর আয়োজনে ২১জুন মঙ্গলবার শিশুদের যক্ষ্মারোগ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সহ-স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী কর্মশালায় শিশুদের যক্ষা রোগ বিষয়ে সার্বিক ধারনা ও রোগ প্রতিরোধকল্পে মাঠ পর্যায়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষনের অভিজ্ঞতা দিয়ে যক্ষা প্রতিরোধে প্রশিক্ষনার্থীদের ভুমিকা রাখার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোফাজ্জল করিম ইমরান, বিপিএ টিবি প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবু জাহের ভুঞা, হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবির মাঠ পরিদর্শক রবীন্দ্র কুমার সিংহা। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিএইচসিপি আবুল কাসেম ওসমানী, একেএম জাবের, আব্দুল মুহিত, শেখ মোঃ ইব্রাহিম, আমিনুল ইসলাম, জান্নান জাহান ফেরদৌস, আবুল হোসেন প্রমুখ। কর্মশালায় কমিউনিটি ক্লিনিকের ৩৬ জন হেলথ প্রোভাইডার অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com