কুলাউড়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক সভা

June 6, 2016,

কুলাউড়া অফিস॥ মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ৫ জুন রোববার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২০১৫-১৬ অর্থ বছরে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা তথ্য অফিসার ইমরানুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ইউএনও তাহসিনা বেগম “যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সংবাদকর্মীদের অগ্রনী ভুমিকা রাখার পাশাপাশি সরকারের অর্জিত সাফল্য ও অর্জন তুলে আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন ৬জুন সোমবার কুলাউড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার পুর্বঘোষিত ঘোষনার বিষয়ে প্রচার মাধ্যমে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ, দি নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক সকালের খবর এর কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক হাসান, বাংলামেইলের জেলা প্রতিনিধি ও মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, সিলেটবাণী প্রতিনিধি আব্দুল আহাদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ এর কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল ও শাহবান রশীদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com