কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এম এম শাহীনের মতবিনিময়

November 26, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দুই বারের সাবেক নির্বাচিত এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া পৌরশহরের গুশাগুলস্থ এমএম শাহীনের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এম এম শাহীন বলেন, জেলা পরিষদের অনেক সম্পদ রয়েছে। জেলা পরিষদের এসকল সম্পদের সুসম বন্টণ করে জন-প্রতিনিধিদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অনেক মানুষের উপকার করার সুযোগ রয়েছে।
ইতিপূর্বে জাতীয় সংসদ সদস্য হিসেবে কুলাউড়া-জুড়ীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা হয়েছিল। জেলা পরিষদের তহবিল থেকে মসজিদ-মন্দির, ঈদগাহ্, শশ্বানঘাট, হাট বাজার, স্কুল-কলেজের ভবন নির্মাণসহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সম্ভব। এবারই প্রথম সরকার নির্বাচিত জন প্রতিনিধির ভোটে জেলা পরিষদের নেতা নির্বাচন করবে। সেহেতু দেশ ও বিদেশের শুভাকাঙ্খিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পরামর্শ ও উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, এমপি থাকাকালীন সময়েও আপনাদের সকলের সহযোগীতা পেয়েছি, ভবিষৎয়েও আপনাদের সর্বাত্মক সহযোগীতা আশা করছি।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশিদ চৌধুরী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি সুশীল সেনগুপ্ত, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বখ্স, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মানজুরুল হক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, ভোরের ডাক প্রতিনিধি নাজমুল ইসলাম, উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, মানব ঠিকানার সিনিয়র রিপোর্টার জসীম চৌধুরী ও মোহাম্মদ তাজুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম সাজু, সিলেটের মানচিত্র প্রতিনিধি শরীফ আহমেদ, কাজিরবাজার প্রতিনিধি শাহ আলম শামীম, মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান সিপন, বর্তমান প্রতিনিধি তারেক হাসান, ভোরেরপাতা প্রতিনিধি আব্দুল আহাদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, আজকালের খবর প্রতিনিধি জিয়াউল হক জিয়া, নতুনদিন প্রতিনিধি সুমন আহমদ, সংলাপের রিপোর্টার এম এ কাইয়ুম, সীমান্তের ডাকের শহর প্রতিনিধি নাজমুল বারী সোহেল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পোর্টস অ্যান্ড আর্টস মিউজিয়ামের সিইও  হাবীবুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com