কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউসুফ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

October 23, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়ার সাবেক সংসদ সদস্য নওবাব আলী আব্বাস খাঁন বলেছেন, রাজনীতির পাশাপাশি শিক্ষা বিস্তারে সাবেক এমপি মরহুম ইউসুফের অবদান চির জাগ্রত থাকবে। তিনি কুলাউড়া ডিগ্রী কলেজ, লংলা আধুনিক ডিগ্রী কলেজ, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজ, ইউসুফ গণী আদর্শ কলেজ, সিংগুর উচ্চ বিদ্যালয়, রসুলপুর মসজিদসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে মানুষের হৃদয়ে চিরস্বরণীয় হয়ে রয়েছেন। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি হিসেবে জাতীয়তাবাদিতে এবং সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে তার প্রশংসনীয় ভূমিকা ছিল। বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও সাবেক এমপি আলহাজ্ব এডভোকেট এ.এন.এম ইউসুফ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউসুফ গণী আদর্শ কলেজ ও ইউসুফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আয়োজিত স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউসুফ গণি আদর্শ কলেজের সভাপতি গোলাম সরওয়ার খাঁন এর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক বদরুল হোসেন খাঁন ও প্রভাষক শংকর চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমের পুত্র সাবেক চেয়ারম্যান এডভোকেট এএনএম খালেদ লাকী ও বিএনপির অন্যতম নেতা এডভোকেট আবেদ রাজা,উপজেলা বিএনপি সভাপতি,সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ (ভারঃ) শাহ আলম সরকার,উপজেলা জাতীয় পার্টির (জাফর) সাধারণ সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রভাষক সাবিনা ইয়াসমিন ও ইসলাম উদ্দিন, মোঃ করিব মিয়া ও আতিকুর রহমান প্রমূখ। মরহুমের জীবনী পাঠ করেন শিক্ষক সুজেল আহমেদ। সভাশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাষ্টার আব্দুল বারী। এছাড়া দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল ইউসুফ গণী স্কুল প্রাঙ্গনের মরহুমের কবরে পুষ্পক স্তবক অর্পন, ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরন। উপস্থিত বক্তব্যে শামীমা আফরোজ ঐশী ১ম ও নাদিয়া জামিল ২য় পুরস্কার লাভ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com