কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় সহঃ অধ্যাপকের মৃত্যুতে শোকসভা

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার পৌর শহরের মাগুরা নিবাসী ভাটেরা কলেজের সহঃ অধ্যাপক, জনতা মেডিকেল হল ফার্মেসীর স্বত্বাধিকারী, মাগুরা মহাপ্রভু দেবালয়ের সভাপতি আশুতোষ দেব এর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মুত্যুতে ৬ আগস্ট শনিবার রাতে নিরাময় ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজনে সমিতির সম্পাদক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী শেলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেন গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, প্রয়াত শিক্ষকের আত্মীয় এডঃ কল্যানী দেব ও তার কন্যা সন্তান অনন্যা দেব। শোকসভায় শোক সন্তপ্ত পরিবার পরিজন ও আত্মীয় সজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন শিক্ষক প্রনবানন্দ রায় কাঞ্চন, পিএমডব্লিউএ সদস্য জাকির হোসেন ভূইয়া ও বিকাশ চন্দ্র দাস, ফার্মেসী ব্যবসায়ী নির্মাল্য মিত্র সুমন, মোশাররফ শামীম, বাদশাহ মিয়া, হামিদুল ইসলাম প্রমূখ। সভায় প্রয়াত শিক্ষকের মেয়ে অনন্যা দেব অভিযোগ করে বলেন কুলাউড়া হাসপাতালে চিকিৎসা প্রদানে অবহেলার কারনে তার বাবার মৃত্যু হয়েছে। সাথে সাথে সঠিক চিকিৎসা পেলে হয়তো তার বাবার অকাল মৃত্যু হতনা। তিনি তার বাবার স্বরনে ফার্মেসী ব্যবসায়ীদের ফার্মেসী বন্ধ রেখে শোক পালনের বিরোধীতা করে বলেন এ কর্মসুচী পালনকালে হয়তো অনেক রোগী ঔষধের অভাবে মারা যাবে। তাই এ কর্মসুচী বর্জন করার আহ্বান জানিয়ে তিনি মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বক্তারা প্রয়াত শিক্ষক পরিবারের সুখে-দুঃখে তাদের পাশে দাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন