কুলাউড়ায় হতদরিদ্রদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

October 22, 2016,

কুলাউড়া অফিস : মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার এমনি এক অভিযোগ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে করেছেন ক্ষতিগ্রস্থ লোকজন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান সরকারের হতদরিদ্রদের অগ্রাধিকার ভিত্তিতে ১০ টাকা দরে চাল বিক্রির তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়েছেন। অন্য ওয়ার্ডের লোকজনকে তার ওয়ার্ডে দেখিয়ে এবং তার ওয়ার্ডের ১২১ টি কার্ডের মধ্যে অর্ধেক মেম্বারের আত্মীয় স্বজনকে অন্তর্ভুক্তি করা, একই পরিবারের স্বামী স্ত্রীকে অন্তুর্ভুক্তি করা, যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা পাচ্ছে তাদেরকেও অন্তর্ভূক্তিকরণ করায় উক্ত ওয়ার্ডে অনেক ভিক্ষুক ও গরীব মানুষ বঞ্চিত হচ্ছেন। এছাড়াও নানা অনিয়ম করে ওয়ার্ডের ১২১ জনের তালিকা জমা দিয়েছেন সংশি¬ষ্ট মনিটরিং কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে জমা করেছেন। ফলে অনেক প্রকৃত গরীব মানুষ সরকারেরর উক্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার পক্ষে মোঃ উম্মর আলী ও মোঃ নাজিম উদ্দিন ২০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন এবং অনুলিপি দিয়েছেন পৃথিমপাশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকতার নিকট। এব্যাপারে সংশি¬ষ্ট মনিটরিং ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন জানান, অভিযোগ পেয়ে আমি চেয়ারম্যানের সাথে কথা বলে মেম্বারের তালিকা সংশোধন করে পুনরায় আমার নিকট প্রেরন করার জন্য বলেছি। মেম্বার ফোন বন্ধ করে রাখায় তার সাথে কথা বলা যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com