২ বখাটেকে আটক করেছে কুলাউড়া পুলিশ

August 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় ২ বখাটেকে কুলাউড়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার আলা উদ্দিনের ছেলে ইমন আহমদ (২০) ও একই এলাকার মর্তুজ আলীর ছেলে তৌফিকুর রহমান (১৮)।
পুলিশ জানায়, বুধবার ১০ আগস্ট দুপুরে কুলাউড়া সরকারি কলেজের ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত ২ বখাটে কলেজ ঢুকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানসহ কলেজের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।
তাৎক্ষণিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি থানায় জানালে এসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সহ কলেজ ক্যাম্পাস থেকে তাদেরকে আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, ইমন ও তৌফিক কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদেরকে ইভটিজিং করতে চাইলে শিক্ষকরা বাধা দেন। এতে দুই বখাটে ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।
তাদেরকে আটক করে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com