কুলাউড়ায় ৮২ জনের সুদমুক্ত ঋণ বিতরণ

এইচ ডি রুবেল॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহে (১৪-২১) ‘পল্লী সমাজসেবা কার্যক্রম’ এর আওতায় বিভিন্ন হারে ৮২ জনকে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দুপুরে আয়োজিত এ ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৮২ জনের মধ্যে ১৬ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
২১ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, সহকারী সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা পেয়ারা আক্তার, সাংসদ সুলতান মনসুরের সম্বনয়কারী খায়রুল আলম কয়ছর,কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
মন্তব্য করুন