কুলাউড়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ২’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ৬ ডিসেম্বর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই এনামুল হক, এএসআই নাজমুল হোসেন, এএসআই মো: তাজুল ইসলাম, এএসআই রায়হান কবিরসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া পৌরসভার দক্ষিণ মাগুরা এলাকা থেকে মৃত আলিম খানের ছেলে মো: জাহেদ খান (২৯) ও কাদিপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা এলাকার গৌরাধরের ছেলে নয়ন ধর (২৮) আটক করে কুলাউড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কওে আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেক জানান, ডিআইজি, সিলেট রেঞ্জের সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার লক্ষ্যে কুলাউড়া থানায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন