কুলাউড়া ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল

June 23, 2016,

এইচ ডি রুবেল॥ কেন্দ্রীয় ছাত্র মজলিসের সভাপতি সোহাইল আহমদ বলেছেন মেধাবীদেরকে নিজেদের মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের মেধাবীদের ছাত্রসমাজে নেতৃত্বদানের মাধ্যমে তাকওয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসতে হবে। মেধাবীরাই জাতির প্রকৃত সম্পদ। মেধাবীরাই একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। ইসলামী ছাত্র মজলিস দেশের মেধাবীদের সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে ২২ জুন বুধবার কুলাউড়া শহরস্থ ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুনেন্টে ২০১৬ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুলাউড়া উপজেলা ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম কুতুবের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক, সংগঠনের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি এম.এম আতিকুর রহমান, মুহাম্মদ খায়রুল ইসলাম, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা জাফর আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক জেলা সেক্রেটারি আ.খ.ম শাহিন চৌধুরী, সাবেক মৌলভীবাজার শহর অফিস সম্পাদক জসীম উদদীন প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, বাংলাদেশে শুধু সৎ ও চরিত্রবান নেতৃত্বের অভাবে সারা দেশ আজ সন্ত্রাস, নৈরাজ্য আর মাদকের জোয়ারে ভাসছে। এর প্রভাব থেকে মুক্ত করে বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য, মেধা ও গতিশীল নেতৃত্বের উপহার দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা এমাদ উদ্দিন, কুলাউড়া পৌর সভাপতি সৈয়দ মাহববুর রহমান, কুলাউড়া উপজেলা বায়তুলমাল সম্পাদক সালাউদ্দিন প্রমুখ। সভাশেষে কৃতি ছাত্রদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com