কুলাউড়া জয়চন্ডীতে বসতবাড়ীতে হামলা-ক্ষমা চেয়ে রক্ষা পেলেন মেম্বার

June 20, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেগমানপুর এলাকায় একটি বসত বাড়িতে পরিকল্পিত হামলার ঘটনায় ক্ষমা চেয়ে রক্ষা পেলেন ওই ওয়ার্ডের মেম্বার বিমল দাস। উপজেলা ও স্থানীয় বিশিষ্ট জনদের নিয়ে সালিশ বসলে মেম্বার অন্যায়ভাবে নিরীহ একটি পরিবারের সদস্যদের উপর হামলার কারনে তাদের কাছে ক্ষমা চাওয়াসহ আহতদের চিকিৎসা ও আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করেন। ফলে মেম্বারের উপর অভিযুক্তকারী নিরঞ্জন দাস কুলাউড়া থানায় আনিত অভিযোগ প্রত্যাহার করে নেন। নিরঞ্জন দাস জানান, ১৭ জুন শুক্রবার রাতে স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যস্থতায় মেম্বার বিমল দাস নিজের ভুলের জন্য অভিভাবকদের হাতেপায়ে ধরে ক্ষমা চান। মেম্বারের ক্ষমা চাওয়ায় মন গলে গেল আমাদের সকলের। এবিষয়ে মধ্যস্থকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে জানান, দুই পক্ষকে মিলিত করে বিষয়টি আপোষ মীমাংশায় নিস্পত্তি হয়েছে। অভিযুক্ত মেম্বার আহতদের চিকিৎসা ও আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করেন। উল্লেখ্য, গত ১১ জুন বিকালে বেগমানপুর এলাকায় ওই ওয়ার্ডের মেম্বার বিমল দাসের নেতৃত্বে ৫/৬ জন সহযোগী মিলে নিরঞ্জন দাসের বাড়িতে হামলা করে। হামলায় নিরঞ্জন দাসের বসতঘর ভাংচুর করা হয়। ২৩ এপ্রিলের নির্বাচনে বিমল দাসের বিপক্ষে অবস্থান করায় পরিকল্পিতভাবে মেম্বার এ হামলা করেছেন বলে অভিযোগ করেছিলেন নিরঞ্জন দাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com