কুলাউড়া পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

January 30, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ২৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রউফ (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ২৯ জানুয়ারি কুলাউড়া পৌরসভার উত্তর বাজারস্থ উপজেলা পরিষদ রোডের আদর্শ ফার্মেসী সংলগ্ন রাস্তার পাশ থেকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে রোববার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় অফিসার ও পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভাধীন উত্তর বাজারস্থ উপজেলা পরিষদ রোডের আদর্শ ফার্মেসী সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে আব্দুর রউফের পান দোকানে অভিযান পরিচালনা করে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়।

এসময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রউফ উত্তর কুলাউড়া উপজেলার মৃত মালু মিয়ার ছেলে। আব্দুর রউফের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগাওে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, মাননীয় ডিআইজি সিলেট রেঞ্জের সার্বিক দিক নির্দেশনা ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com