কুলাউড়া পৌরসভা বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত

February 2, 2017,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া পৌরসভাকে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত করা হয়েছে।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত কুলাউড়া পৌরসভার কাছে প্রেরিত এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর কুলাউড়া শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ৪ লক্ষাধিক মানুষের আবাসস্থলটি দুই দশকে সি থেকে বি এবং বি থেকে এ গ্রেডের পৌরসভায় উন্নীত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত (স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৪.৩২.১৬৪.১৬/১৭৪) এ গ্রেডে উন্নীত করার হয়েছে বলে একটি চিঠি কুলাউড়া পৌরসভায় প্রেরণ করেন। কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ জানান, আমি ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে কুলাউড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এক বছরের মাথায় ২ ফেব্রুয়ারী কুলাউড়া পৌরসভা এ গ্রেড হয়েছে। কুলাউড়া পৌরসভার আরও অনেক উন্নয়ন হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com