কুলাউড়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

May 8, 2023,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার ৭ মে সন্ধ্যায় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

সভায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের জন্য গত ৩০ এপ্রিলের সভায় দায়িত্বপ্রাপ্ত প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানসহ ৩ সদস্য কমিটি পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির পক্ষে অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান নতুন কমিটির নাম ঘোষনা করেন।

এতে সভাপতি পদে এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. খালেদ পারভেজ বখশকে পুনরায় স্বস্ব পদে বহাল রেখে কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সুশীল সেন গুপ্ত ও এম মছব্বির আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক তারেক হাসান, দপ্তর সাইদুল হাসান সিপন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচডি রুবেল।

সদস্যরা হলেন- অধ্যক্ষ সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ, রাসেল আহমদ, ইউছুফ আহমদ ইমন, এম আতিকুর রহমান আখই, আশরাফুল ইসলাম খান হিরো, মাহফুজ শাকিল, এম এ কাইয়ুম, হাবিবুর রহমান সুজন, শাহবান রশীদ চৌধুরী অনি, সালাউদ্দিন ও আকাশ আহমদ।

সভায় অধ্যক্ষ সফি আহমদ সলমান বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত পুনর্গঠিত এ কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে। তিনি সংগঠনের স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান।

এ ছাড়া সভায় আশরাফুল ইসলাম খান হিরো, এম. আতিকুর রহমান আখই, এম এ কাইয়ুম, জহিরুল ইসলাম, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী, সালাউদ্দিন, হাবিবুর রহমান সুজন ও আকাশ আহমদসহ ৯ জনকে গত সভায় প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তাদেরকে বরণ করা হয়।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব

আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com