কুলাউড়া সদর ইউনিয়নে ১১৮০ দুঃস্থ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

May 12, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ পবিত্র ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে কুলাউড়া উপজেলার ৭ নং সদর ইউনিয়নের ১১৮০ জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অর্থ সহায়তা জিআর ও ভিজিএফ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে ৫০০ পরিবারকে ৫শ’ টাকা করে এবং ৬৮০ পরিবারকে ৪৫০ টাকা করে প্রদান করা হয়।
১১ মে মঙ্গলবার বিকেলে কুলাউড়া সদর ইউনিয়নের জনতাবাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, ভারপ্রাপ্ত ইউপি সচিব মো. আব্দুল বারী, নগদ অর্থ সহায়তা বিতরন কার্যক্রমের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন অফিসের শারমিন আক্তার শিমুল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ছালিক আহমদ, আসম হাসনাত চৌধুরী রুবাব, মো. আলমগীর হোসেন, নাদিম মাহমুদ রাজু, মো. রফিউল্লাহ, মো. জমির আলী, যুবলীগ নেতা জুবের হাসান জেবলু, ছাত্রলীগ নেতা রাকিব হাসান চৌধুরীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com