কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ৯৮ কেজি ওজনের বাঘাইর মাছ

June 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীর শেরপুরে শনিবার রাতে জেলের হাতে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইর মাছ। ওই বাঘাইর মাছটির ওজন প্রায় ৯৮ কেজি।

রোববার ২৫ জুন সকালে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে আনেন জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের নোয়াটিলা গ্রামের রুবেল মিয়া। তিনি মাছটি কিনে নদী পাড়ের শতবছর বয়সী কালারবাজারে নিয়ে আসেন।

ক্রেতাদের অনুরোধে আগাম ঈদুল আযহাকে কেন্দ্র করে তিনি মাছটি কেটে কেজি দরে বিক্রি করা শুরু করছেন। এতো বড় বাঘাইর মাছের খবরটি নেট দুনিয়ায় মুহুর্তে ভাইরাল হয়ে যায়। তাই কাছের উৎসুক জনতা মাছের ছবি তোলাসহ ভিডিও আপলোড করতে দেখা যায়।

মৎস বিক্রেতা রুবেল মিয়া জানান, কুশিয়ারা নদী পাড়ের শেরপুর থেকে ৫০ হাজার টাকায় মাছ কিনে এনেছি। কালারবাজারে কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করছি।

কালারবাজারের ব্যবসায়ী আব্দুল মুমীন সবুজ ও রুবেল বিশ্বাস বলেন, মাছটি কিছুটা নরম হওয়ায় তিনি এতো কম দামে কিনতে পারছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com