কেন্দ্রীয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চিরনিদ্রায় শায়িত

September 16, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলামকে নিজ জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আজহার দিন ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবির চেয়াররম্যান ইমতিয়াাজ আহমেদ বুলবুল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়াার আলম শাওন, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুল ইসলাম মিছবাসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, সিলেট জেলা ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে গত সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন রামচন্দ্রপুর সড়কটি ” নজরুল ইসলাম সড়ক ” নামকরন এর জন্য প্রস্তাব দেন। এ সময় তাৎক্ষনিকভাবে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি নামকরণ করা হবে বলে প্রস্তাবে রাজি হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com