কেশবচরে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক্রে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর এলাকায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক্ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১৭ জুন দুপুরে এলাকার কেশবচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় মুরুব্বী ও বিশিষ্ট সমাজসেবী মো: গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো: আয়াছ আহমেদ, নবীগঞ্জ বিএনপি নেতা আলহাজ¦ মুজিবুর রহমান শেফু, ৫নং আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, অ্যাডভোকেট মো: সায়েফ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন এলাকার কৃতি সন্তান আমেরিকায় বসবাসরত মৌলভীবাজারবাসীদের সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক্ ও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক্ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি লিডার মো: জাবেদ উদ্দিন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৭ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
মন্তব্য করুন