কোন জমি খালি রাখা যাবে না, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ

January 27, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমাদের কোন জমি খালি রাখা যাবে না। বাজার মুখী না হয়ে যার যার নিজেদের চাহিদা পূরণে বাড়ির আঙ্গিনাসহ সকল পতিত জমিতে শাখ-সবজি চাষ বাড়াতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ সকল দপ্তরের কর্মকর্তারা অনেক দক্ষ। উৎপাদন বাড়াতে আমরা তাদের নিয়ে টিম গঠন করে প্রতিটি এলাকায় কৃষকদের সাথে উঠান বৈঠক করব।
শুক্রবার ২৬ জানুয়ারি বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি চা বাগানে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্টানে প্রধান অতিথিন বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com