ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই

August 9, 2022,

বিকুল চক্রবর্তী॥ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে পালিত হয়েছে নানা কর্মসূচী। ৯ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গনে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর আয়োজিত এ দিবসের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লার রায়।
উদ্বোধনের পর পর শহরে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’ এক আলোচনা সভা। বিকেলে অনুষ্ঠিত হয় তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মার সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক সুমন দেববর্মার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত নিকোলাস বাড়ৈ, শিক্ষক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান মো. লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর দেববর্মা, উপদেষ্টা চিত্তরঞ্জন দেববর্মা, খাসি সোশ্যাল কাউন্সিল এর সাধারণ সম্পাদক এলিসন সুঙ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি ডমিনিক সরকার রনি।
আলোচনা সভায় আদিবাসী নেতারা বলেন, সরকার তাঁদেরকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে স্বীকৃতি দিয়েছেন। ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ ক্ষুদ্র হতে হতে এখন বিন্দুতে ঠেকছে। সবই হারিয়ে যাচ্ছে। সংরক্ষনের এটাই শেষ সময়। এ সময় তারা সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com