খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখা নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাংগঠনিক সেশন ২৩-২৪’র জন্য মাওলানা ইসমাইল আলীকে সভাপতি, মাওলানা শেখ সাদীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুফতী মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বুধবার ২০ সেপ্টেম্বর বিকাল ৩টায় জেলা মজলিস মিলনায়তনে মৌলভীবাজার সদর উপজেলা শাখা পূণ:গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সহ-ুসভাপতি মাওলানা শায়খ ইমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী।
সভায় উপস্থিত সদস্যুেদর মতামতের ভিত্তিতে আগামী সাংগঠনিক সেশন ২৩-২৪’র জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা সমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
সভায় শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং কারাবন্দী দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল উলামায়ে কেরামের মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।
মন্তব্য করুন