গণপরিবহন চালুর দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা

May 2, 2021,

স্টাফ রিপোর্টার গণপরিবহন চালুর দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। ২ মে রোববার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা।

এসময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল আহমদ, সাধারণ সম্পাদক সালেহ আহমদসহ অন্যন্যরা।

শ্রমিকনেতারা বলেন, অব্যাহত লকডাউনে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁরা লকডাউনের বিরুদ্ধে নন। তবে গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে তাঁরা গাড়ি চালাতে চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com