গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

April 23, 2024,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ এপ্রিল সকালে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র সরকার, পুলিশ সুপার মো: মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ পর্যন্ত সাংবাদিকদের ডাটাবেজ এর জন্য ৩ হাজার আবেদনের মধ্য থেকে ৭০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকবৃন্দের করণীয় বিষয়ে আলোচনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন ও সমাপণী বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসা: শাহিনা আক্তার।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com